শিল্প মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্তে গণমাধ্যমকে একটি সূত্র নিশ্চিত করেছে কুষ্টিয়া চিনিকলের গুদাম থেকে প্রায় ৫৩ টন চিনি দিনের পর দিন অভিনব কৌশলে প্রায় প্রকাশ্যে চুরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরিচয় গোপন রাখার শর্তে সূত্র আরও জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, প্রকাশ্য দিবালোকেই এই চুরির ঘটনা ঘটেছে।
গত ৭ জুন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবনাথ রায়কে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটি তদন্ত পরিচালনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন— মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল আলম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিকল্পনা প্রধান আইনুল হক, উপমহাব্যবস্থাপক ইলিয়াছ শিকদার ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হামিদুল ইসলাম।
কুষ্টিয়া চিনিকলে নিজস্ব স্টক স্টেটমেন্টে ১২১ টন চিনি থাকার কথা থাকলেও সেখান থেকে ৫৩ টন উধাও হয়ে যায়। এই চিনির বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা। বিষয়টি প্রথম নজরে আসে ৩ জুন, যখন চিনিকলের গুদামের বর্তমান অবস্থা সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়। স্টোর কিপার ফরিদুল ইসলামের তৈরি করা প্রতিবেদনে মজুদ, বিক্রি, আয় সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্যের বিষয়টি ধরা পড়ে।