বাংলাদেশে সোমবারের সম্ভাবনা প্রবল
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ঈদুল ফিতর উদযাপিত হবে ২৪ মে রবিবার। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ ও রোজা হয়ে থাকে। এ হিসেবে দেশে সোমবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল। যদিও এ বিষয়টি পুরোপুরিই নির্ভর করে চাঁদ দেখার ওপর। আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এবার দেশে দেশে ঈদুল ফিতর আসছে এমন এক মুহূর্তে যখন মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় প্রতিটি দেশেই চলছে লকডাউন। মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে ঈদুল ফিতরের জামাতের অনুমতি দেয়া হয়নি। এছাড়া ঈদে কোলাকুলিও নিষিদ্ধ।
এদিকে আমাদের বাংলাদেশে খোলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। নিরাপদ দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত হবে।
শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।