দেশের স্বনামধন্য পরিচালক সালাহউদ্দিন লাভলু। নাটক নির্মাণে তার মুন্সিয়ানা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‘মোল্লাবাড়ির বউ’ নামে সিনেমা দিয়েও দেশের দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।
এবার তিনি হাজির হতে যাচ্ছেন নতুন ধারাবাহিক নাটক নিয়ে। এ নাটকের নাম ‘দ্য ডিরেক্টর’। এটি ৮ জুন থেকে প্রচার হবে চ্যানেল আইতে। রচনা করেছেন কাজী শাহিদুর ইসলাম।
লাভলু বলেন, ‘তরুণ-তরুণীর স্বপ্নের গল্প, মুখে না বলা কথার গল্প, মনে মনে রক্তাক্ত হওয়ার গল্প, কল্পনা আর পাগলের মতো ভালোবাসার গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। যেমন বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প তেমনি চোখের ভেতর সব খোয়ানোর গল্প। শেষ পর্যন্ত ‘দ্য ডিরেক্টর’ প্রেমে প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প নিয়ে ধারাবাহিক নাটক ‘দ্য ডিরেক্টর’। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’
নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সালাহউদ্দিন লাভলু। এছাড়াও আরও অভিনয় করেছেন সোহেল খান, আরফান আহমেদ, সিনথিয়া, আহসান হাবিব, মিষ্টি জাহান, জুনায়েদসহ অনেকে।
আগামী ৮ জুন থেকে প্রতি শুক্র, রবি, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছে চ্যানেল আই কর্তৃপক্ষ।