উদ্বেগজনক হারে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের রাজধানী নয়াদিল্লীর সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার বিকালে দিল্লির সীমান্ত বন্ধের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তিনি বলেন, ‘দিল্লির সকল সীমান্ত আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো ছাড় পাবে। সরকারি অনুমোদিত ই-পাসধারী লোকদের পার হতে দেওয়া হবে। বৈধ আইডি কার্ডধারী সরকারি কর্মচারীদেরও পার হতে দেওয়া হবে।’
কেজরিওয়াল আরো বলেন, ‘এক সপ্তাহ পর নাগরিকদের পরামর্শ নিয়ে আমরা আবারো সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেব।’
সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে দিল্লির বাসিন্দারা শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ (8800007722), ইমেল (delhicm.suggestions@gmail.com), অথবা টোল ফ্রি 1031 নম্বরে ফোন করে মতামত জানাতে পারবেন।
দিল্লিতে এ পর্যন্ত প্রায় ২০ হাজার করোনারোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন অন্তত ৪৭৩ জন।
তবে বর্তমানে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত। ১ লাখের বেশি আক্রান্ত নিয়ে সপ্তম স্থানে আছে। মারা গেছে ৫ হাজার ৪১৩ জন। খবর: এনডিটিভি