পাসপোর্টে ভারত থেকে ফিরে এসে কোয়ারেন্টিনে থাকা ১১ বাংলাদেশির নমুনা পজিটিভ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এ রিপোর্ট পাওয়ার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, গত ৩ মে তারিখে যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে ফিরে আসা ১৫০ পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা শহরের তিনটি হোটেলের কোয়ারেন্টিনে রাখা হয়। মঙ্গলবার তাদের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।
তিনি জানান, কোয়ারেন্টিনে থাকা আরও শতাধিক পাসপোর্ট যাত্রীর নমুনা পরীক্ষা পর্যায়ক্রমে চলবে। করোনা পজিটিভ পাওয়া গেলে তাদেরও আইসোলেশনে পাঠানো হবে।
সিভিল সার্জন আরও জানান, এই ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট আসলে জানা যাবে তাদের ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা।
তিনি আরও জানান, সাতক্ষীরা সরকারি মেডিকেলে আইসোলেশনে রেখে ওই ১১ জনের চিকিৎসা চলছে। নেগেটিভ আসা ১৩৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।