যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৩৫ হাজার এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের নিজস্ব তথ্যভাণ্ডারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এটি আক্রান্তের তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, করোনা শনাক্ত পরীক্ষা বাড়ার কারণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি জানা যাচ্ছে। একই সঙ্গে হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম যখন পুনরায় শুরু হতে যাচ্ছে তখন ২০টিরও বেশি রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে চলছে। এই রাজ্যগুলোর অধিকাংশ দক্ষিণ ও পশ্চিমের। বুধবার ফ্লোরিডায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫০৮ জন। রাজ্যে এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। টেক্সাসের অবস্থাও একই রকম। মঙ্গলবার এখানে আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজারেরও বেশি। অ্যারিজোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৬০০ জন।
গভর্নর জে ইনস্লি বলেছেন, ‘এটা জীবন বাঁচানোর বিষয়। এটা আমাদের ব্যবসা পুনরায় চালু করার বিষয়। এবং এটা অন্যকে সম্মান প্রদর্শন ও যত্ম নেওয়ার বিষয়।’