ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দে ফেরার আভাস মিলেছে সাকিবের পারফরম্যান্সে।মোহামেডানের পক্ষে ৪ ওভারে ২৯ রান খরচায় ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৯ রান করেন ম্যাচ সেরা বাঁহাতি এই অলরাউন্ডার।
এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তামিমদের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম ইকবাল খেলেছেন ৪৬ রানের ইনিংস, জিতেছে তার দল প্রাইম ব্যাংক, হয়েছেন ম্যাচসেরা। আবাহনীর হয়ে নামা মুশফিকুর রহিম অপরাজিত থেকেছেন ৩৮ রানে, জিতেছে দল, ম্যাচসেরাও তিনি। তুলনায় সাকিব আল হাসানের ব্যাট রান একটু কম- ২৯; তবে মোহামেডানের জয়ে ম্যাচসেরার স্বীকৃতি উঠেছে তার হাতেও। জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটারের মধ্যে সাকিবের রান পাওয়াটা একটু বাড়তি মাহাত্ম্যের। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার সর্বশেষ আন্তর্জাতিক সিরিজে রান পাননি। তার আগে রানখরা গেছে আইপিএলেও। তবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২২ বলে ২৯ রানের পাশাপাশি ২ উইকেট নিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত রাখলেন।\হসোমবার সাকিব, তামিম আর মুশফিকদের রান পাওয়ার দিন দিয়েই শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। টি২০ ফরম্যাটের এই লিগে জাতীয় দলের খেলোয়াড়রা নেমেছেন সর্বোচ্চ প্রস্তুত হয়েই। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে মাত্র দু’দিন আগে। তবে খেলা ও বায়ো-বাবলের মধ্যে না থাকায় জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য শুরুটা একটু কঠিনই ছিল। যদিও তাদের মধ্য থেকেও রান পেয়েছেন কয়েকজন। ১২ দলের লিগে প্রথম দিন মাঠে নামে সব দলই। তবে বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা শেষ করা গেছে চার ম্যাচে। যার মধ্যে জয় পেয়েছে মোহামেডান, আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে খেলা মাঠে গড়ালেও ফল পর্যন্ত যেতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বর ও ওল্ড ডিওএইচএস-লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। বিকেএসপিতে রূপগঞ্জের বিপক্ষে ২০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল ওল্ড ডিওএইচএস। ৫৫ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়, রাকিন আহমেদ করেন ৩৩ বলে ৪৬। তবে বৃষ্টির কারণে নাঈম ইসলামের রূপগঞ্জ আর মাঠে নামতে পারেনি। একই জায়গার ব্রাদার্স-দোলেশ্বর ম্যাচে ১৮.৪ ওভার পর্যন্ত খেলায় ৭ উইকেটে ১২৭ তুলেছিল ব্রাদার্স। জুনায়েদ সিদ্দিকী ৪৮ ও মিজানুর ৩১ রান করেন। এই ম্যাচেও প্রতিপক্ষ ব্যাটিংয়ের সুযোগ পায়নি। বাকি যে চারটি খেলা শেষ পর্যন্ত গড়িয়েছে, তার মধ্যে পারটেক্স-আবাহনী ও গাজী গ্রুপ-প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল ওভার-কার্টেইলড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারটেক্স ২০ ওভারে ১২০ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেলে আবাহনীর জন্য ১০ ওভারে ৭০ রানের লক্ষ্য দ?াঁড়ায়। নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ আর আফিফ হোসেনরা দ্রুত ফিরে গেলেও মুশফিক একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ে পৌঁছে দেন। ২৬ বল খেলে অপরাজিত থাকেন ৩৮ রানে। মিরপুরের অন্য খেলায় খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ২২ রানে হারায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সৈকত আলী ও মোহাম্মদ আশরাফুলের ৭৩ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ৬ উইকেটে ১৬৬ রান তোলে শেখ জামাল। প্রথম উইকেটে ৪৪ রান তুলে আশা জাগালেও ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় খেলাঘর। ইলিয়াস সানির আঁটসাঁট স্পিনে আটকে গিয়ে শেষ পর্যন্ত ১৪৪ রানে থেমে যায়। বাঁহাতি ইলিয়াস ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বিকেএসপিতে বাঁহাতি স্পিনে ২ উইকেট নেন সাকিব। তবে শাইনপুকুরের ১২৫ রান তাড়া করতে গিয়ে ব্যাট হাতে ছিলেন বেশি উজ্জ্বল। ২ চার ১ ছয়ে ২২ বলে করেন ২৯ রান, তার আগে পারভেজ হোসেন ইমন খেলে যান ৩৩ বলে ৩৯ রানের ইনিংস। গাজী গ্রুপের বিপক্ষে তামিমের ইনিংসটি অবশ্য আক্ষরিক অর্থেই ছিল ঝোড়ো। ২২ বল খেলে ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন, যার মধ্যে ৫টি ছয়। তার ৪৬ রানের সুবাদে মাহমুদুল্লাহদের ২ উইকেটে ৯১ রান ৯.২ ওভারে টপকে যায় প্রাইম ব্যাংক।