সম্প্রতি বিডিক্রিকটাইম এর লাইভ আড্ডায় অংশ নিয়ে নাফিস জানান, মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি মালিক থেকে শুরু করে দলের প্রত্যেক সদস্যই মুস্তাফিজকে বিশেষ নজরে দেখতেন। এমনকি মুস্তাফিজ যখন একাদশ থেকে বাদ পড়লেন, তখনো তাকে বিশেষ মূল্যায়ন করত দল। আইপিএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশ নেওয়ার হারই যেখানে কম, সেখানে মুস্তাফিজকে মুম্বাইয়ের মূল্যায়ন ছিল অভূতপূর্ব।
নাফিস বলেন, ‘মুস্তাফিজকে অনেক উঁচুতে মূল্যায়ন করত ওরা। দল মালিক থেকে শুরু করে সবাই দলের সব সদস্যরা তাকে অনেক বেশি মূল্যায়ন করত, সম্মান করত, আমি নিজে সাক্ষী। তবে দুর্ভাগ্যজনকভাবে প্রথম কয়েক ম্যাচে ভালো করার পর সে আর এত ভালো করতে পারেনি।’
মুস্তাফিজ যখন বেঞ্চে বসে সময় কাটাচ্ছিলেন, তখনো তাকে নিয়ে ভাবত দল। কারণ বোলিং ইউনিটের বিশেষ এক হাতিয়ার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। নাফিস জানান, ‘একসময় টিম কম্বিনেশনের কারণে তাকে একাদশের বাইরে থাকতে হয়েছিল। তবে তাকে বেশ ভালোভাবে বিবেচনায় রাখত মুম্বাই ইন্ডিয়ান্সের সবাই।’
নাফিস মনে করেন, আইপিএল সম্পূর্ণ স্বতন্ত্র এক সত্তা ধারণ করে আছে, যা অন্য যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগের স্পর্শ করা কঠিন।
তিনি বলেন, ‘আইপিএল নিজস্ব স্ট্যান্ডার্ডে রয়েছে। বিপিএলকে আমি ছোট করব না। বিপিএলও আইপিএলের স্ট্যান্ডার্ডে পৌঁছার চেষ্টা করছে। ভারত অনেক বড়, তাদের মিডিয়া ও পুরো দেশের কাছ থেকে আইপিএল ভালো সাপোর্ট পায়। ভারতে ক্রিকেট অনেক বড় কিছু। তাদের কাঠামোর সাথে আমাদের ক্রিকেট কাঠামোর তুলনা করা এখন ভুল হবে। আমরা ক্রমশ ভালো করছি।