মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলার চরজানাজাত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এ সময় মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় পৌঁছালে স্পিডবোটটি একটি বালুবোঝাই বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় স্পিডবোটটি উল্টে গিয়ে যাত্রীরা ডুবে যায়। এ ঘটনায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।