বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ। আজ সোমবার কাতারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ২-০ গেলে এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে দুটি গোলই করেন সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত এই দুই গোলেই হেরেছে বাংলাদেশ।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। সোহেল রানার জায়গায় মাঠে নেমেছেন মানিক হোসেন মোল্লা। আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে বদলি মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।
বাছাই পর্বে পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। মাত্র ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এর আগে তারা কাতারের কাছে ৫-০, ওমানের কাছে ৪-১, আফগানিস্তানের কাছে ১-০, ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র এবং আফগানিস্তানের সঙ্গে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান, রহমত মিয়া, তপু বর্মণ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, কাজী তারিক রায়হান, রিয়াদুল হাসান, মানিক হোসেন মোল্লা ও রাকিব হোসেন।