পাকিস্তান সুপার লিগ (পিসিএল) শুরু হওয়ার আগেই সমস্যার সামনে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোভিড আবহে ঘরের মাঠে স্থগিত হওয়া টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করা হচ্ছে আরব আমিরাতে। একের পর এক জটিলতার কারণে এখনও পর্যন্ত সব ক্রিকেটারকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠাতে পারল না পিসিবি।
আরব আমিরাতে যাওয়ার উড়োজাহাজে উঠতে দেওয়া হলো না সরফরাজ আহমেদসহ পাকিস্তানের ১১ জন ক্রিকেটারকে। প্রয়োজনীয় কাগজ না থাকায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় তাদের। তবে পিএসএল দল থেকে পাঁচজনকে যেতে দেওয়া হয়।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ মে) পিএসএলের উদ্দেশে যাত্রা করা কোয়েটা গ্ল্যাডিয়েটারস পাকিস্থানের ১১ জন খেলোয়াড় ও কর্মকর্তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
করোনা পরীক্ষার ফল নির্ধারিত সময়ে না দিয়ে অন্য সময়ে দেওয়াতেই এই সমস্যা পড়তে হয় তাদের। নিয়ম ভাঙার কারণেই তাদেরকে বিমানে উঠাতে দেয়নি কর্তৃপক্ষ। ফলে হোটেলে ফিরিয়ে দেয়া হয় ক্রিকেটারদের। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুরপথে তাদের আবুধাবি পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।
পিএসএল স্থগিত হওয়ার আগে ১৪টি ম্যাচ খেলা হয়েছিল। আগামী ৫ জুন থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুরু করার কথা। অনেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ইতোমধ্যেই পৌঁছে গেছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে।