করোনাভাইরাসের এই পরিস্থিতিতে দেশের সব মসজিদের জন্য ১২২ কোটি দুই লাখ ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিরাজমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মসজিদের অনুকূলে অনুদান প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ (বুধবার) অনুদানের অর্থ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলায় প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকগণের সমন্বয়ে অনুদানের অর্থ বিতরণ করা হচ্ছে।
এছাড়াও অনুমোদিত তালিকায় কোন প্রকৃত মসজিদের তথ্য বাদ পড়ে থাকলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রত্যয়নসহ তালিকায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনী অতিরিক্ত বরাদ্দের জন্য মহা পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বরাবর প্রেরণ করতে হবে।
অনুদানের অর্থ জরুরীভিত্তিতে বিতরণ করে আগামী জুনের ১৫ তারিখের মধ্যে বাস্তাবায়ন প্রতিবেদন দেয়ার জন্যও বলা হয়েছে।