নিহতরা হলো উপজেলার দক্ষিণ মশদগাঁও এলাকার দুই বন্ধু মাহিম বেপারী (২০) ও সীমান্ত (১৮) এবং একই উপজেলার কলমা এলাকার আব্দুল কাদের (২৫)। এ ছাড়া কলমা এলাকার নিখোঁজ কন্যাশিশুটির নাম মরিময় (৭)।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আজ দুপুরের দিকে তিন বন্ধু একান্ত, মাহিম ও সীমান্ত গোসল করতে নামে পদ্মা নদীতে। এ সময় প্রবল স্রোতে তিনজন ভেসে যায়। তখন জেলেরা একান্তকে উদ্ধার করে।
তবে মাহিম ও সীমান্ত পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে উপজেলার বেজগাঁও মৃধাবাড়ী এলাকা সংলগ্ন নদী থেকে দুজনের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও বলেন, অপরদিকে কলমা এলাকায় বিকেল ৩টার দিকে ঘুরতে এসে গোসল করতে নামে কয়েকজন শিশু-কিশোর ও যুবক। তাদের মধ্যে থাকা কন্যাশিশু মরিয়ম সাঁতরে পাশের চরে যাওয়ার সময় ডুবে যায়। তাকে বাঁচাতে আব্দুর কাদের এগিয়ে গেলে তিনিও স্রোতের টানে ডুবে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে কাদেরের লাশ উদ্ধার করা হয়।
তবে শিশু মরিয়মের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।