নারায়ণগঞ্জের সদর উপজেলায় সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বোমা সাদৃশ্য বস্তুর একটি ব্যাগ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
সোমবার বিকেলে সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বোমা সদৃশ বস্তু সমেত ব্যাগটি পাওয়া যায়। জায়গাটিকে র্যাব ও পুলিশ সদস্যরা ঘিরে রেখেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমা সাদৃশ্য একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতনদের জানান।’
তিনি বলেন, ‘বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ৫টা ৫০ মিনিটে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসেছে। তারা কাজ শুরু করেছে। পুলিশ ও র্যাব সদস্যরা পুলিশ বক্স এলাকা কর্ডন করে রেখেছে।’
পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘একটি সিমেন্টের ব্যাগের ভেতরে ৪ থেকে ৫টি বোমা সদৃশ বস্তু আছে। এগুলো বোমা কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।