নেইমার দ্য সিলভা জুনিয়রের জন্ম ৫ ফেব্রুয়ারি, ১৯৯২ ব্রাজিলের সা্ও পাওলো রাজ্যের মোগি দাস ক্রুজেস শহরে। প্যারিস সেন্ট জার্মেই তারকা বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফরোয়ার্ড। বার্সেলোনায় খেলার সময় নিজেকে প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। ব্রাজিলের খ্যাতনামা ক্লাব সান্তোসের যু্ব প্রকল্পে বেড়ে উঠেছেন নেইমার। এ ক্লাবটির হয়েই পেশাদার ফুটবলে পা রাখেন ১৭ বছর বয়সে। সান্তোসের হয়ে টানা পাউলিস্তা (শীর্ষ লিগ) জিতে নজর কাড়েন ইউরোপিয়ান ক্লাবগুলোর।
সেই নেইমারকে নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দারুণ ছন্দে ছুটে চলছে ব্রাজিল। টানা পাঁচ জয়ের পর এবার প্যারাগুয়ের মাঠে জয় নিয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। এই ম্যাচেও গোল করেছেন নেইমার। টানা দ্বিতীয় ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখলেন পিএসজি সুপারস্টার। নেইমার ও লুকাস পাকুয়েতার গোলে বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি জয় পেল ব্রাজিল।
আজ বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে তিতের দল। টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। অন্যদিকে আজ কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ড্র দেখা আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে আছে টেবলের দ্বিতীয় স্থানে।
এদিন ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন নেইমার। চতুর্থ মিনিটে বল এগিয়ে নিয়ে পাস দেন গ্যাব্রিয়েল জেসুস। পেনাল্টি স্পটের সামনে শটের চেষ্টা করে ব্যর্থ হন রিশার্লিসন। বল নিয়ন্ত্রণে নিতে পারেননি প্যারাগুয়ের ডিফেন্ডারও। এই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকায় পেয়ে বল জালে ঠেলে দেন নেইমার।
এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেরনি দুদল। ব্রাজিলও জয়ের অপেক্ষায় খেলে রক্ষণ আগলে। তবে ম্যাচের ৪৯ শতাংশ সময় বল দখলে রেখেও মনোযোগ হারায়নি তিতের শিষ্যরা।
শেষ পর্যন্ত যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে চলে যায় ঠিকানায়। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন নেইমাররা।