দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসছেন বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরেদৌস খন্দকার। আজ রোববার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ৮ সদস্যের চিকিৎসক দল নিয়ে তার ঢাকায় পৌঁছানোর কথা।
কিন্তু ডা. ফেরেদৌস খন্দকারের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের বিষয়টি জানার পর থেকে তার ওপর নজর রাখতে শুরু করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
বলা হচ্ছে, ডা. ফেরেদৌস খন্দকার চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পড়াশুনা করার সময় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।