ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এর করোনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। তার প্রতিষ্ঠান উদ্ভাবিত এন্টিজেন কিট দিয়ে ডা. জাফরুল্লাহর করোনা পরীক্ষা করা হয়। এতে তার করোনাভাইরাস শনাক্ত হয়।
জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, তিনি রবিবার সন্ধ্যায় জ্বর অনুভব করার গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষা করান। তিনি এখন নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তিনি ভালো আছেন তার কোনো ধরনের সমস্যা নেই বলে জানিয়েছেন।
এদিকে করোনা শনাক্তে নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে নমুনা পরীক্ষা শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার থেকে গবেষণার জন্য তারা এ কার্যক্রম শুরু করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নমুনা সংগ্রহের কথা জানায় গণস্বাস্থ্য কেন্দ্র। গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড ১৯ রেপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী মুহিব উল্লাহ খোন্দকার বিজ্ঞপ্তিটি পাঠান।
তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদিত জিআর কোভিড ১৯ র্যাপিড ডট ব্লট কিটের অভ্যন্তরীণ গুণগত মান পরীক্ষার ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে কাল মঙ্গলবার নমুনা সংগ্রহ করবে।