চৌধুরগাঁও উচ্চ বিদ্যালয় এর নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়
এ বিশ্নে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ের দক্ষিণাঞ্চলের পিরোজপুর ও শম্ভপুরা ইউনিয়নের নারীদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে শম্ভপুরা ইউনিয়নের টেকপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আম্বর আলী সাহেব উদ্যোগ গ্রহণ করেন। সকলের আসা যাওয়ার বিষয়টি সহজ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি স্থানীয় ক্যাচমেন্ট এলাকার মাঝামাঝি চৌধুরীগাঁও গ্রামে স্থাপনের ইচ্ছা পোষণ করেন। স্থানীয় এলাকাবাসীকে এ বিষয়ে অবহিত করা হলে স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে বিদ্যালয়ের নামকরণ করা হয় চৌধুরীগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়। চৌধুরীগাঁও উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপনের যাদের বিশেষ অবদান রয়েছে তাদের মধ্যে চৌধুরীগাঁও নিবাসী আলহাজ্ব আবু সিদ্দিক মেম্বার, ফজর আলী, হামিদ চৌধুরী ও মনাইরকান্দি গ্রামের আলহাজ্ব নরুল ইসলাম অন্যতম।
আলহাজ্ব আম্বর আলী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় ও স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ১৯৭৭ সালের ০১ জানুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় চৌধুরীগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপনের মধ্য দিয়ে নারী শিক্ষার অগ্রযাত্রা ত্বরান্বিত হয়। প্রাথমিকভাবে জুনিয়র বালিকা বিদ্যালয় এবং পর্যায়ক্রমে বালিকা বিদ্যালয় হিসেবে অনুমোদন লাভ করে।
স্থানীয় এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ২০১৫ সালে বিদ্যালয়টিতে ছাত্রীদের পাশাপাশি ছাত্র ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিদ্যালয়ের নাম পরিবর্তন করে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃদ্ধি পাওয়ায় শ্রেণি কক্ষ, লাইব্রেরি, নামাজ কক্ষ, ছাত্রীদের কমন রুম, ক্যান্টিন না থাকায় স্থানীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন এর সার্বিক সহযোগিতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রায় ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়।
গত ১৩ জুন ২০২৩ বিকাল চার ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে এ ভবনের উদ্বোধন করেন ২০৬-নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা চেয়ারম্যান, সোনারগাঁ ও সভাপতি, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, জনাব মাহমুদা আক্তার ফেন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা পরিষদ, জনাব আবু নাইম ইকবাল, সদস্য জেলা পরিষদ, নারায়ণগঞ্জ, পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) জনাব মাহফুজুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মো: সাবেদ আলী, মো: রিপন ও মো: ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির খান, রফিকুল ইসলাম খান, কামরুজ্জামান, নাসির উদ্দিন প্রধান, গাজী সুমন, পীর মোহাম্মদ, আব্দুল মজিদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন গজারিয়া কলিম উল্লাহ কলেজের প্রভাষক জনাব সাইফুর রহমান আহসানী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মোস্তফা কামাল ও শামীমা সরকার।