প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন বাংলাদেশে আসছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আয়োজিত এই সফরে বিশেষজ্ঞ দলে থাকছেন ১০ জন চিকিৎসক। তারা করোনা হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার ও করোনা পরীক্ষার স্থানগুলো পরিদর্শন করবেন।
চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বিশেষজ্ঞ দলের চিকিসকরা দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে। সেসময় তারা করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন।
গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিংপিংয়ের ফোনালাপের পরিপ্রেক্ষিতে এই বিশেষজ্ঞ দল ঢাকায় আসছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়।