চিনের টুঁটি টিপে ধরতে বারবারই চেষ্টা করে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার আবহে মার্কিন চিন দ্বন্দ্ব আরো তুঙ্গে উঠেছে। এমন অবস্থায় এবার জি সেভেন সামিটকে পিছিয়ে দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর নয়া ইঙ্গিতে ফের একবার বিশ্ব রাজনীতি তোলপাড় করছে।
জি সেভেন পিছিয়ে যাচ্ছে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রুপ অফ সেভেনের সামিট তিনি পিছিয়ে দিতে চাইছেন। জুনের শেষে এই হাইভোল্টেজ সামিট তিনি রাখতে চাইছেন। করোনার আবহে এমন সিদ্ধান্ত কাম্য হলেও, ট্রাম্পের আসল শক্তিশেল আসে বক্তব্যের পরবর্তী অংশে।
ভারতকে আহ্বান!
জি সেভেন সামিটের অন্তর্গত দেশের সদস্যদের মধ্যে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ভারতে রাখতে চাইছেন ট্রাম্প। তাঁর দাবি বর্তমানে জি সেভেনে যে সমস্ত দেশের তালিকা রয়েছে তা বহু পুরনো।
জি সেভেনে কোন কোন দেশ রয়েছে? উল্লেখ্য,জি সেভেন গোষ্ঠীর দেশগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন। এরসঙ্গে রয়েছে ইওরোপিয়ান ইউনিয়ন। আর সেখানে এশিয়া থেকে ভারতকে ট্রাম্প বেছে নিতে চেয়ে চিনের রক্তচক্ষু আরও গাঢ় করেছেন বলে মনে করা হচ্ছে।
চিনকে নিয়ে চিন্তায় ট্রাম্প এর আগে চিন ভারত দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন ট্রাম্প।’ খুব বড় সংঘাত.. ভারত ও চিনের। দুটি দেশে ১.৪ বিলিয়ন মানুষ রয়েছে (প্রত্যেকটিতে)। দুটি দেশের খুব শক্তিশালী সেনা রয়েছে। ভারত খুশি নয়, সম্ভবত চিনও খুশি নয়।’ এমন বার্তা দেওয়ার পরই ট্রাম্প বলেছেন, ‘ আমি বলতে পারি, আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। উনি খুব একটা ভালো মেজাজে নেই .. চিনের সঙ্গে যা হচ্ছে তা নিয়ে। ‘ যদিও মোদী -ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবিকে উড়িয়ে দিয়েছে দিল্লি। জানানো হয়েছে যে দুই রাষ্ট্রনেতার মধ্যে চিন নিয়ে কোনও কথা হয়নি। করোনা নিয়ে শেষবার ৪ এপ্রিল কথা হয়।