রাজধানীর গুলশানের ফ্ল্যাটে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গুলশান পুলিশ অনুরোধ করলে গোয়েন্দা পুলিশ (ডিবি) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম-কমিশনার (উত্তর) হারুন অর রশিদ এ কথা জানান।
চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির করা মামলায় উত্তরা থেকে পাঁচ জনকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধারের পর তার বোন বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে মামলা করেন। আনভির এখনও গ্রেপ্তার না হওয়ায় ওই তরুণীর পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন।
পরীমনির মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার হলেও, সায়েম সোবহান আনভীরকে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘হ্যাঁ, আমরা খুব অল্প সময়ের মধ্যে মামুনুল হকসহ সবাইকে গ্রেপ্তার করেছি। মামলার প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা যদি রিকুইজিশন দেয়, আমাদের অনুরোধ করেন, আমরা তাত্ক্ষণিক ব্যবস্থা নেই।’
তিনি বলেন, ‘আনভীরের মামলায় গুলশান পুলিশ যদি রিকুইজিশন দেয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’