খুলনা মহানগরীতে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মোখলেছুর রহমান নামের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। খুলনা সদর থানায় গতকাল সোমবার ওই তরুণী বাদী হয়ে মামলা করেন। এরপরই এএসআই মোখলেছুরকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়।
খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কমিশনার জানান, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এএসআই মোখলেছুরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত মোখলেছুর রহমান কেএমপির কোর্ট অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে ফিরে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপর ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেলে মোখলেছুরকে সাময়িক বরখাস্ত করা হয়।