বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় বাসাতেই আছেন মন্ত্রী।
হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে অন্য কোনো উপসর্গ না থাকা মন্ত্রী ও তার স্ত্রী এবং তিনি – এই তিনজনই বাসায় আইসোলেশনে রয়েছেন।
তিনি বলেন, হালকা জ্বর ছাড়া মন্ত্রীর আর কোনো উপসর্গ নেই, আর তার স্ত্রীর জ্বর ও শরীরে হালকা ব্যথা অনুভব করছেন।
“যদি অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে,” বলন মিস্টার রহমান।
তিনি জানান, তারা তিনজনই গতকাল জ্বর বোধ করার পর কালই তাদের নমুনা নেয়া হয় পরীক্ষার করার জন্য।
“আজ বিকেলেই জানানো হয়েছে যে মন্ত্রী ও তার স্ত্রী এবং আমি (করোভাইরাস) পজিটিভ,” জানান তিনি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।