বলিউডে করোনা ব্যাপকভাবে হানা দিয়েছে। এই মহামারিতে সংক্রমিত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আরাধ্য। আরও অনেকেই আক্রান্ত হয়েছেন। কারও জীবনহানিও ঘটেছে।
করোনাভাইরাস থেকে বাঁচতে এবার গোটা বাংলো প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ খান। কোভিড-19 এর সংক্রমণ থেকে বাঁচতেই বাংলো প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন এই অভিনেতা। খবর জি-নিউজের।শাহরুখের বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে। প্রসঙ্গত মান্নাতে এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শাহরুখ খান।ল আরিয়ান খান থেকে সুহানা খান, আব্রাম খান এবং গৌরী খানের সঙ্গে রয়েছেন তিনি।পরিবারকে কেন কোনোভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেন শাহরুখ।