কভিড-১৯ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসে পৌঁছেছে ১০ সদস্যের চীনা মেডিকেল টিম।
আজ সোমবার সকাল ১১.৪০ মিনিটে তাদের বহনকারী হাইনান এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বিমানবন্দরের হেল্থ ডেস্কের চিকিৎসক আশরাফুন নাহার।
টিমটি সঙ্গে করে প্রয়োজনীয় বিভিন্ন মেডিকেল উপকরণ নিয়ে এসেছেন বলেও জানান তিনি।
বিমানবন্দরে চীনা মেডিকেল টিমকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
বাংলাদেশে এই মেডিকেল টিম দুই সপ্তাহ অবস্থান করবে। টিমের সদস্যরা করোনার জন্য মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার এবং নমুনা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখবেন।
বাংলাদেশের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সঙ্গে করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন এবং এই রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসার বিষয়ে তাদের পরামর্শ দেবেন।
হাইনান প্রভিনশিয়াল হেল্থ কমিশনের নির্বাচিত ১০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়ে টিমটি গঠন করেছে দেশটির ন্যাশনাল হেল্থ কমিশন।
গত ২০ মে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন জিনপিং।