‘ট্রয়’ ছবিতে অভিনয়ের কথা ছিল সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। অ্যাকিলিস চরিত্রের ব্র্যাড পিটের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল বলে আর রাজি হননি তিনি। ২০০৪ সালে হলিউডের বক্স অফিস ওলট-পালট করে দিয়েছিল ছবিটা। তবে ‘না’ করায় ঐশ্বরিয়ার সঙ্গে কাজের তৃষ্ণা বেড়ে গেছে পিটের।
বলিউডের কার সঙ্গে ছবি করতে চান? অস্কারজয়ী হলিউড তারকা ব্র্যাড পিটকে এক সাক্ষাৎকারে এ প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন ঐশ্বরিয়ার কথা। বলেছিলেন, ‘যদি বলিউডের কোনো নায়িকার সঙ্গে অভিনয়ের সুযোগ দেওয়া হয়, আমি ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গেই কাজ করতে চাইব। তিনি গুণী, সুন্দরী আর বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করেন। বলিউড ও বলিউডের বাইরে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাঁর শৈলী, মেধা, পরিশ্রম ও অভিনয়প্রতিভা আমাকে মুগ্ধ করে। “ট্রয়” ছবিতে আমি ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হারিয়েছি।’
কী ধরনের ছবিতে ঐশ্বরিয়ার সহশিল্পী হতে চান ব্র্যাড পিট? বলিউডের বাণিজ্যিক ছবির ধরন বুঝে তিনি জবাব দিয়েছিলেন, ‘একেবারে মসলাদার, রঙিন। সেখানে আমি আর ঐশ্বরিয়া নাচব। আমাদের সঙ্গে পেছনে আরও ১০০ শিল্পী নাচবে। সঙ্গে সিনেমার সব অভিনয়শিল্পী ও কলাকুশলীও নাচবে। এটা কিন্তু খুবই মজার। কেউ প্রশ্ন করে না, পেছনের লোকগুলো কোত্থেকে এল, কীভাবেই-বা নায়ক-নায়িকা গান করছে আর বাদ্য বাজছে।
ঐতিহাসিক ‘ট্রয়’ যে উদ্দেশ্যে করা হয়নি ঐশ্বরিয়ার, সেই উদ্দেশ্য কি সফল হয়েছিল? ‘ধুম টু’ ছবিতে ছোট পোশাকে হৃতিক রোশনকে চুমু খেতে হয়েছিল ঐশ্বরিয়ার। এ নিয়ে বিস্তর লেখালেখিও হয়। চলচ্চিত্রাঙ্গনের পুরোনো নানা ঘটনা নিয়ে ইদানীং আলোচনা তুলছে ভারতের নানা পোর্টাল। সেসব ঘটনার সঙ্গে উঠে এসেছে এই ঘটনাও। সূত্র: পিংকভিলা