ইতালিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হয়ে গেল ব্যতিক্রমী এক মিউজিক্যাল কনসার্ট। নৌকায় ভাসমান শিল্পীদের মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন দেশটির সাধারণ মানুষ ও পর্যটকরা। দীর্ঘদিনের লকডাউন শিথিল হলেও এখনও কাটেনি করোনা আতঙ্ক। এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এমন ভাসমান কনসার্টের ধারণা বেশ প্রশংসিত হয়েছে নানা মহলে।
দূরের নৌকা থেকে ভেসে আসছে সুরের মূর্ছনা। করোনা পরিস্থিতিতে দূরত্বই যখন বাস্তবতা, মিউজিক্যাল কনসার্টের এমন দৃশ্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তাই তো মহামারীর ক্ষত ভুলতে এমন ব্যতিক্রমী কনসার্টে মেতে উঠলেন ইতালির কিছু সংগীতপ্রেমী। আতঙ্ক ভুলে এ কনসার্টে যোগ দেন কিছু পর্যটকও।
অনেকদিন পর মনে হচ্ছে একটু স্বস্তিতে শ্বাস ফেলছি। এখানকার মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এটা সত্যি, কিন্তু সবাই নিরাপদ দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলছে। আশা করি এভাবেই একদিন পুরোপুরি স্বাভাবিক হবে বিশ্ব।
ইতালির লেক ‘ত্রাসিমেনো’তে ভাড়া করা জেলে নৌকায় তোলা হয় গিটার, হারমোনিকা, মাইক্রোফোন আর সাউন্ড সিস্টেম। সামাজিক দূরত্ব নিশ্চিত করেই এমন অভিনব কনসার্টের আয়োজনে মুগ্ধ শ্রোতারা।
ইতালিতে করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করলে গেল ১৫ জুন লকডাউন তুলে নেয়ার পাশাপাশি কনসার্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার।