বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মাটিতে। সেখানে বৃষ্টির পানি জমে ছিল। ওইসময় পানির সংস্পর্শে থাকা দুই রিকশাচালক বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) কাজী আবুল কালাম।
পরিদর্শক বলেন, ‘সকাল ৮টার দিকে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তারটি যেখানে ছিঁড়ে পড়ে সেখানে বৃষ্টির পানি জমে ছিল। জমে থাকা পানির স্থানে মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫) নামের দুই রিকশাচালক ছিলেন। তখন তারা বিদ্যুতায়িত হন।’
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এরপর তাদের একজনকে বাংলাদেশ মেডিকেলে, আরেকজনকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়টি স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি।’