গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় আজ মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সায়েদাবাদ, মুগদা, গোলাপবাগ, মানিকনগর, গোপীবাগ, যাত্রাবাড়ী, ধলপুর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই সরবরাহ বন্ধ রাখা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা রেল সংযোগ-লাইন টিটি পড়া হতে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কমলাপুর রেলস্টেশন হতে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিকনগর, অতীশ দীপংকর রোড, আর কে মিশন রোড, গোপীবাগ, উত্তর যাত্রাবাড়ী, ধলপুর এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।
এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস।