বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনিদের অধিকারের ‘গুরুতর লঙ্ঘনের’ ঘটনায় অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সউদী আরব। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সউদ ফিলিস্তিনে এক সপ্তাহ ধরে ইসরাইল যে বর্বর হামলা চালিয়ে আসছে তার নিন্দা জানিয়েছেন।
গতকাল জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরাইলের গত এক সপ্তাহের টানা হামলার ঘটনায় বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি অনলাইন বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সউদ এ আহবান জানিয়েছেন। সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসলামি পবিত্র স্থানগুলোর মর্যাদার লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেমে তাদের বাড়িঘর থেকে ইসরাইলের উচ্ছেদের নিন্দা জানান। গাজা উপত্যকায় বিপজ্জনক উত্তেজনা ও সামরিক অভিযান অবিলম্বে বন্ধ, ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি। সূত্র : রয়টার্স।